Breaking News

6/recent/ticker-posts

Header Ads Widget

মাধ্যমিকে ভর্তি হবে লটারি সিস্টেমে -শিক্ষামন্ত্রী

 


Picture collected from https://www.thedailystar.net/

 

মাধ্যমিকে ভর্তি হবে লটারি সিস্টেমে -শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এই ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক পর্যায়ের সব ক্লাসে এবার লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (২৫/১১/২০২০ইং) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি কথা জানিয়েছেন। তিনি বলেছেন, লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার ধরন কেমন হবে, কবে থেকে তা শুরু হবে সে বিষয়ে আগামী ডিসেম্বরের মধ্যে বিস্তারিত জানানো হবে। তিনি আরো বলেন, মাধ্যমিক পর্যায়ের অনেক প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালু আছে। সেসব বিদ্যালয়েও ভর্তি লটারির মাধ্যমে হবে। ভর্তির আবেদনপত্র অনলাইনে নেওয়া হবে।

বর্তমান সময়ে যেখানে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে লটারী সিস্টেম ছাড়া আর উপায় দেখছেন না শিক্ষাবিদরা। কিন্তু পড়ালেখাতো আর থামিয়ে রাখলে চলবে না তাই এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ।

Post a Comment

0 Comments